শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২২
০৫:২৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৬, ২০২২
০৫:২৩ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার সুষ্ঠ তদন্তে তথ্য দিয়ে সহযোহিতা করার আহ্বান জানিয়েছে তদন্ত কমিটি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস-এর ডিন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এক বিজ্ঞপ্তিতে এ সহযোগিতা চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি সংঘটিত ঘটনার সুষ্ঠু ও যথাযথ তথ্য উদঘাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কতৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদশীদের নিকট থেকে প্রকৃত তথ্য ও প্রমাণাদি সংগ্রহের উদ্দেশ্যে সকল মহলের সহযোগিতা কামনা করছে। এতদুদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ১৬ জানুযারি, সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার প্রত্যক্ষদশীদের তথ্য এবং ভিডিও ক্লিপ আগামী ৭ কার্য দিবসের মধ্যে ফিজিক্যাল সায়েন্সেস অফিসের ডিন কক্ষের সামনে রক্ষিত বাক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বক্তব্য অথবা তথ্যসমূহ [email protected] ইমেইলে প্রেরণ করা যাবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর বক্তব্য pdf করে বণিত ইমেইলে প্রেরণ করতে হবে। প্রয়োজনে ডাকযোগেও বক্তব্য/ তথ্য স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন বরাবর প্রেরণ করা যাবে। আগ্রহীগণ ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করতে চাইলে জানাতে পারবে।
তথ্য প্রদানকারীদের নাম, ঠিকানা বা পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরসি-০২