এবার সংহতি জানাতে শাবিপ্রবিতে আসছেন ড. জাফর ইকবাল

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ২৬, ২০২২
০৫:২৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৭, ২০২২
০১:২৯ পূর্বাহ্ন



এবার সংহতি জানাতে শাবিপ্রবিতে আসছেন ড. জাফর ইকবাল

এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দেখতে ক্যাম্পানে আসছেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এতে তার স্ত্রী ইয়াসমিন হক সঙ্গে আছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনকারী শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ। 

জানা যায়, ড. মুহম্মদ জাফর ইকবাল রাত ৩টার দিকে ক্যাম্পাসে পৌঁছাবেন। তিনি ঢাকা থেকে স্যার রওনা দিয়েছেন। তিনি এখন রাস্তায় রয়েছেন।

এদিকে মঙ্গলবার অনশনকারীরা তাদের সহপাঠীদের অনশন ভাঙার চেষ্টা করলেও অনশনকারীরা তাদের দাবিতে অনড় থেকে অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শাহরিয়ার আবেদীন।

আরসি-০৩