মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২২
০৭:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৬, ২০২২
০৮:১৬ পূর্বাহ্ন
সড়ক প্রশস্তকরণে নির্মাণ কাজের জন্য প্রায় দুই মাস বন্ধ থাকার পর বুধবার খুলে দেওয়া হলো মৌলভীবাজারের ব্যস্ততম এম সাইফুর রহমান রোড।
মৌলভীবাজার শহরের ব্যস্ততম সড়ক হলো এম সাইফুর রহমান রোড। শহরের ৮০ শতাংশ মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে থাকে। কাপড়ের দোকান থেকে শুরু করে বাজার করতে শহর ও শহরতলীর মানুষ এই সড়কটি ব্যবহার করে থাকেন। কিন্তু স্থানে স্থানে অবৈধভাবে দখল ও ড্রেন সরু করার কারণে এই সড়কে যানজট লেগেই থাকতো। এছাড়া বর্ষা মৌসুমে মনু নদীর পানি সড়কের পাশের গাইড ওয়াল চুঁয়েও পানি শহর এলাকায় এসে যেতো।
এবিষয়টি অনুধাবন করে মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে সড়কটি আরসিসি ঢালাই কাজে হাত দেয়। এই সড়কটি প্রায় ১৩৭৩ মিটার লম্বা।
প্রায় দুই মাস কাজ করে ঝুঁকিপূণ ৩১৫ মিটার এলাকা কাজ করা হয়। এসময় কোথাও ৩৬ ফুট কোথাও ৪০ ফুট বাড়ানো হয়। আগে যেখানে ১৮ থেকে ২২ ফুটে সড়কটি প্রশস্থ ছিলো। বতমানে তা বেড়ে হয়েছে ৩৬ থেকে ৪০ ফুট হয়েছে। এছাড়া আরসিসি ঢালাই কাজের কারণে প্রায় ১৫০ মিটার মনু নদীর গাইড ওয়াল ঝুঁকিমুক্ত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে যান চলাচলের জন্য আনুষ্টানিক উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, কাউন্সিলর ফয়ছল আহমদ, ব্যবসায়ী ডা: এম এ আহাদসহ ব্যাবসায়ী, সাংবাদিক পৌরসভার কর্মকর্তাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
এস এইচ/বি এন-০৩