নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২২
০৯:৪৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২২
০৯:৪৭ অপরাহ্ন
চৌহাট্টায় ইউনিক ফার্মার আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ছবি- সিলেট মিরর
সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টের কাছে একটি ফার্মেসিতে আগুন লেগে প্রায় কোটি টাকা মূল্যের ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোর রাত সোয়া ৩টার দিকে ইউনিক ফার্মা নামে ফার্মেসিতে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জোনা গেছে, ক্ষতিগ্রস্থ ফার্মেসিটি সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের মালিকানাধীন।
প্রত্যক্ষদর্শ ও সিলেট সিটি করপোরেশনের এক কর্মচারী সিলেট মিররকে বলেন, রাতে আমরা চৌহাট্টা এলাকায় কাজ করছিলাম। সড়ক বিভাজনের গাছগুলোতে ফুল দিতে সিটি করপোরেশনের একটি গাড়ি সেখানে ছিল। হঠাৎ ইউনিক ফার্মা নামের দোকানের ভেতর থেকে ধোয়া উড়তে দেখে আমরা দ্রুত সেখানে গিয়ে বুঝার চেষ্টা করি। কিন্তু ধোয়া বাড়তে শুরু করায় আমরা গাড়ি থেকে পানি দেওয়া শুরু করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে আজ বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
এদিকে আগুন লাগার সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি তদন্তাধীন আছে বলে জানান তিনি।
এএফ/০১