জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২২
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২২
০২:১৩ পূর্বাহ্ন
সিলেটের পাথর শ্রমিক সবচেয় বড় সংগঠন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মো. আলী আকবরকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় জরুরী সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিজপাট ইউপির সাবেক চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সংগঠনের শ্রমিক নেতা আব্দুর রব, আলী আকবর, জমির উদ্দিন, মোস্তফা মিয়া, আফছার উদ্দিন প্রমুখ ৷
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ ৷
সভায় সর্বসম্মতি ক্রমে কমিটির ১৪ সদস্যদের ভোটে গ্রহণের মাধ্যমে সভাপতি নির্বাচন করার জন্য মতামত নিয়ে ভোট গ্রহন করেন ৷
উপদেষ্টার সম্মুখে সভাপতি পদে তিন জন প্রার্থীতা ঘোষণা করেন তারা হলেন মো. আলী আকবর, মো. জমির উদ্দিন, মো. আব্দুর রব ৷ পরে কমিটির সদস্যররা তাদের গোপন ভোট প্রদান করে ৷ গোপন ভোটে মো. আলী আকবর ১২টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী মো. আব্দুর রব ২ ভোট পান অপর প্রার্থী মো. জমির উদ্দিন কোন ভোট পাননি ৷
সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল আহমদ বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের চলতি মেয়াদের দায়িত্ব পালনের জন্য সভাপতি হিসাবে মো. আলী আকবর নাম ঘোষণা করেন।
আরকেএস/আরসি-১৪