নগরে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৮, ২০২২
০৫:১০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২২
০৫:১০ পূর্বাহ্ন



নগরে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী বাপ্পি আহমদে নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে নগরের কলবাখানী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার বাপ্পি আহমদে ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া হবিগঞ্জ জেলার মাধবপুরের কাজী শওকাতুল আম্বিয়ার ছেলে৷ 

সিলেট মহানগর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরে কলবাখানী এলাকার খান বাড়িতে অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে তার ব্যবহৃত টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই করে বিভিন্ন উগ্রবাদী পোস্ট পাওয়া যায়। এছাড়া এ সময় ১০টি জিহাদি লিফলেটও তার কাছ থেকে পাওয়া যায়৷ 

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে৷ এছাড়া তার বিরুদ্ধে ঢাকার মতিঝিল ও সিলেটের শাহপরাণ থানার সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে।

 এনএইচ/আরসি-০১