নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২২
০৬:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২২
০৬:৫৬ পূর্বাহ্ন
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী অ্যাডভোকেট বলেন, ‘মহামারী করোনায় স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীতে প্রতিষেধক তৈরি হয়েছে জ্ঞানের চর্চার মাধ্যমে। কেমুসাস এমনি একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞানের চর্চা হয়। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের সবাইকে জাতির কল্যাণে নিবেদিত হয়ে মহৎ উদ্দেশ্যে কাজ করতে হবে।’
সাহিত্য সংসদের নিজস্ব অডিটোরিয়াম শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের বক্তব্য দেন, কেমুসাসের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মানিক। তিনি বলেন, ‘আমরা সবাই একটি আলোকিত সমাজ চাই। চাই একটি সুন্দর উন্নত বাংলাদেশ। স্বপ্নের সেই উন্নত সোনার বাংলা গঠনের জন্য শুধু সরকারের উপর নির্ভর না করে প্রত্যেকে নিজ নিজ অবস্থান এগিয়ে আসতে হবে। এ জন্য উন্নত মনমানসিকতা এবং কল্যাণকর দৃষ্টিভঙ্গিসম্পন্ন আলোকিত মানুষ হতে হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
এ সময় সাধারণ সম্পাদকের পক্ষে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু। কার্যকরী সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শামসীর হারুনুর রশীদ। শোক প্রস্তাব পাঠ করেন, সহ-লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী। বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন, সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এবং ২০২১ সালের আয়-ব্যায়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন অ্যাডভোকেট।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, কেমুসাসের সহসভাপতি অধ্যাপক নন্দলাল শর্মা, কবি কালাম আজাদ, সৈয়দ মহাদ্দিস আহমদ, দেওয়ান মাহমুদ রাজা ও সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।
সভায় দ্বিতীয় বারের মতো কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান করা হয়। প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল এ বছর সম্মানজনক এই পদক লাভ করেন। স্বর্ণপদক প্রদানকারী হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন, দেওয়ান মাহদী এবং পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পরিচিতি তুলে ধরেন আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল।
প্রসঙ্গত, সরকারি বিধিনিষেধের কারণে এ বছর সদস্যদের উন্মুক্ত আলোচনা বাতিল করা হয়। তবে সদস্যরা তাদের বক্তব্য লিখিতভাবে দাখিল করেন।
আরসি-০৪