জৈন্তাপুরে বিজিবি'র অভিযানে গাড়ীসহ মটরশুঁটি ও নাসির বিড়ি আটক

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ২৮, ২০২২
০৮:৩৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২২
০৯:০৬ অপরাহ্ন



জৈন্তাপুরে বিজিবি'র অভিযানে গাড়ীসহ মটরশুঁটি ও নাসির বিড়ি আটক

জৈন্তাপুরে বিজিবি'র পৃথক পৃথক অভিযানে বালীদাঁড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুটি গাড়ীসহ ২৭ বস্তা মটরশুঁটি ও ৩০ কার্টুন ভারতীয় নাসির বিড়ি আটক করেছে জৈন্তাপুর ও লালাখাল বিজিবি'র সদস্যরা ৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবি'র জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা চারিকাটা ইউনিয়নের বালীদাঁড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা কর একটি লেগুনা গাড়ী সহ ২৭ বস্তা বাংলাদেশ সরকারের ভর্তুকি মূল্যে আমদানীকৃত মটরশুঁটি ভারতে পাচারের সময় অভিযান পরিচালনা করে আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসে ৷

মটরশুঁটিসহ লেগুনা গাড়ী আটকের ঘটনায় চোরাকারবারী দলের সদস্যরা সাধারণ মানুষদের দোষারোপ করে হুমকি দিয়েছে এমনকি ভারতীয় মদ ও মাদকজাত দ্রব্য রেখে সাধারণ মানুষকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে ৷ হুমকির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য হাজির আলী ৷

হাজীর আলী জানান, সীমান্ত চোরাচালান নিয়ে তার ওয়ার্ডের সদস্যদের কোন সম্পৃক্ততা নেই ৷ বিজিবি ২৭ বস্তা মটরশুঁটি সহ একটি লেগুনা আটক করে নিয়ে যায় ৷ এ ঘটনায় প্রভাবশালী চোরাকারবারী দলের দুই সদস্য তার ওয়ার্ডের সাধারণ মানুষকে মদ ও মাদক দ্রব্য দিয়ে পুলিশের নিকট ধরিয়ে দিবে মর্মে অব্যাহত ভাবে হুমকি দিচ্ছে বলে তিনি জানান ৷

এদিকে বালীদাঁড়া এলাকায় লালাখাল বিজিবি'র সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে একটি পিকআপ গাড়ী সহ ভারতীয় ৩০ কার্টুন ভারতীয় আমদানী নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি আটক করে ৷ আটককৃত বিডি ও পিকআপ সুরাইঘাট ক্যাপে নিয়ে যান ৷ 

দুটি গাড়ী সহ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি এবং মটরশুঁটি আটকের বিষয় নিশ্চিত করেন লালাখাল ও জৈন্তাপুর বিওপির কমান্ডারগণ ৷ এর বেশি তথ্য দিতে অপারগতা প্রকাশ করে জানান উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট আপনারা জানতে পারেন ৷ মালামাল আটক নিয়ে সাধারণ জনগণকে হুমকির বিষয় নিয়ে কোন অভিযোগ তারা পান নি ৷ 

আর কে/বি এন-০১