সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২২
১২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২২
১২:৪৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে একের পর এক আশা জাগাচ্ছেন বিশ্বের বিভিন্ন গবেষকরা। এবার মার্কের উৎপাদিত করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর বলে জানিয়েছে গবেষকরা। খবর রয়টার্স
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক ও তাদের অংশীদার রিজব্যাক বায়োথেরাপিউটিকস গতকাল শুক্রবার জানায়, ছয়টি ল্যাব গবেষণায় দেখা গেছে তাদের পরীক্ষামূলক করোনার মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ট্যাবলেট মলনুপিরাভির বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ধরনের বিরুদ্ধে কার্যকর বলে দেখা দেছে।
মলনুপিরাভির ও ফাইজারের মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড করোনা চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছরের ডিসেম্বরে অনুমোদিত হয়েছিল। বর্তমানে এ দুটি ওষুধকে ওমিক্রনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে বিবেচিত হচ্ছে। এর আগে গত বছরের ডিসেম্বরে ফাইজার জানিয়েছিল তাদের প্রস্ততকৃত করোনার মুখে খাওয়ার ওষুধ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে ল্যাব গবেষণায় প্রমাণ পেয়েছেন তারা। আর এ মাসের শুরুর দিকে মার্ক বলেছিল, ওমিক্রনসহ অন্য যেকোন ধরনের বিরুদ্ধে মলনুপিরাভির কাজ করতে পারে।
মলনুপিরাভির মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান সহ ১০টির বেশি দেশে ব্যবহারের জন্য অনুমোদিত রয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে লক্ষণযুক্ত নভেল করোনাভাইরাসের চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল পিলকে অনুমোদন দেয় যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রকরা।
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানী মার্ক, শার্প অ্যান্ড ডোহমি (এমএসডি) ও রিজব্যাক বায়োথেরাপিউটিকস যৌথভাবে মলনুপিরাভির নামের এই ওষুধটি তৈরি করে। এটিই করোনা রোগীদের জন্য প্রথম ওষুধ যেটা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশের বদলে মুখে খেতে হবে।
এএফ/০২