হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

শ্রীমঙ্গল প্রতিনিধি


জানুয়ারি ৩০, ২০২২
০৯:০৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২২
০৯:১৫ অপরাহ্ন



হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশন মানিকাপ টি-২০ সিজন-২ ক্রিকেট টুর্নামেন্ট শেষে হয়েছে। আজ রবিবার (৩০ জানুয়ারি) সাতগাঁও চা বাগান মাঠে সাতগাঁও ক্রিকেট একাডেমির সহযোগিতায় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। 

টসে জয়লাভ করে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে সাতগাঁও ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেট ১৫৬ রান করে পরাজিত হয়।

টুর্নামেন্টে সেরা খেলোয়ার হয়েছেন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির মো.জয় আহমেদ। 

বিকেলে চারটায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও ১৫ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম,সাতগাঁও চা বাগানের এ্যসিসটেন্ট ম্যানেজার আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সাতগাঁও হাইওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান,সাবেক ইউপি সদস্য সৈয়দ আহমেদ,সাতগাঁও ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও সহ-সভাপতি কয়েছ আহমেদ।

প্রসঙ্গত,গত বছরের ১২ ডিসেম্বর এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোট ২০টি দল অংশ গ্রহণ করে।

জিকে/আরসি-১৫