গোয়াইনঘাট প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২২
০৬:৫৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২২
০৬:৫৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ষষ্ট ধাপে দুই ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভোটাররা ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। পরে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ।
গোয়াইনঘাটের ৫নং পূর্ব আলীরগাঁও এবং ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ১৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
সকাল ১১টায় পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আটলিহাই ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা বেশ উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছেন।
তবে, এখানে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
তবে, একাধিক ভোটারদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন। এখানকার নারী ভোটার সালমা বেগম (৩৫) বলেন, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। তবে ভোটের পরিবেশ খুব ভালো।
ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হয় ভোটার সায়মা বেগমের (৩৫) সাথে।
তিনি বলেন, ভোট দিয়ে বের হলাম। মেশিনের মাধ্যমে এই প্রথম অভিজ্ঞতা। ভালোই লাগছে। তবে, লাইনে অনেক সময় দাঁড়িয়ে ছিলাম। প্রথমে বিরক্তি লাগলেও ভোট দিতে পেরে ভালোই লাগছে।
প্রথম বারের মতো ইভিএমে ভোট দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালোই লাগছে।
এই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইউনুস আলী বলেন, এই কেন্দ্রের নারী-পুরুষ মিলিয়ে ১৭৭৮ জন ভোটার রয়েছেন। এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
তবে, ইভিএমের মাধ্যমে একটু সময় লাগলেও দ্রুত করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে, রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
গোয়াইনঘাটের দুই ইউনিয়নে চেয়ারম্যান ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এম এম/বি এন-০১