ইমজা সিলেটের নতুন সভাপতি মঞ্জু, সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০১, ২০২২
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২২
০৫:৫৭ পূর্বাহ্ন



ইমজা সিলেটের নতুন সভাপতি মঞ্জু, সম্পাদক মারুফ

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জু। নবগঠিত এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভি সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক মারুফ আহমেদ।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে নগরের জিন্দাবাজারস্থ ইমজা সিলেট কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি নির্বাচন করা হয়। 

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সময় টিভির ক্যামেরা পার্সন দ্বিগেন সিংহ ও এটিএন বাংলার ক্যামেরা পার্সন ইকবাল মুন্সি, সহ-সাধারণ সম্পাদক টুনু তালুকদার, কোষাধ্যক্ষ নিউজ ২৪ এর ক্যামেরা পার্সন শফি আহমেদ, ক্রীড়া সম্পাদক একাত্তর টিভির ক্যামেরা পার্সন সাকিব আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা টিভির সিলেট প্রতিনিধি কাইয়ূম উল্লাস, পাঠাগার সম্পাদক মোহনা টিভির সিপার চৌধুরী, তথ্য ও প্রযুক্তি স্পাইস টিভির আবু বকর আল আমিন।

এছাড়া সদস্য পদে রয়েছেন যমুনা টিভির সিলেটের আঞ্চলিক প্রধান মাহবুবুর রহমান রিপন, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন সুবর্ণা হামিদ ও শামীম আহমেদ সামি।

আরসি-০২