আইজি ব্যাজ পেলেন এসএমপির রিপটন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৩, ২০২২
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২২
০৭:৩২ পূর্বাহ্ন



আইজি ব্যাজ পেলেন এসএমপির রিপটন

সিলেট মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ পুলিশ ফোর্স এক্সাম্পলারি গুড সার্ভিস ব্যাজ (আইজি ব্যাজ) ২০২০ অর্জন করেছেন। তিনি জালালাবাদ থানায় কর্মরত। নিজ কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এই ব্যাজ প্রদান করা হয়।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ উপ-পরিদর্শক রিপটনকে ব্যাজ পরিয়ে দেন। 

জানা গেছে, প্রত্যেক বছর পুলিশ সপ্তাহে বিপিএম, পিপিএম ও আইজি-ব্যাজ প্রদান করা হয়। গত বছর করোনার কারণে তা বন্ধ ছিল। এ বছর দেওয়া হলেও শুধুমাত্র বিপিএম ও পিপিএমপ্রাপ্তদের কয়েকজনকে মূল অনুষ্ঠানে ব্যাজ পরিয়ে দেওয়া হয়। আইজি ব্যাজ প্রাপ্তদের পুরস্কার যার যার ইউনিটে পাঠানো হয়। 

রিপটন পুরকায়স্থ ছাড়াও সিলেট মহানগর পুলিশের সার্জেন্ট মোহাম্মদ নাহিদুল কবির ও সহকারী উপ-পরিদর্শক ‌মো. সাজ্জাদুর রহমান অপু আইজি ব্যাজ অর্জন করেছেন।

আরসি-১৮