নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৩, ২০২২
০৬:১০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২২
০৭:২২ পূর্বাহ্ন
সিলেট নগরের মুন্সিপাড়া এলাকা থেকে সালমা বেগম (২৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে নগরের মুন্সিপাড়ায় একদল পুলিশ ঐ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, মারা যাওয়া সালমা বেগম শাহপরাণ দলইপাড়ার রিয়াজ উদ্দিনের মেয়ে। তারা দীর্ঘদিন থেকে মুন্সিপাড়ায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় কাউন্সিলর এ কে লায়েক জানান, রাত ১০টার দিকে মারা যাওয়া সালমার মা ও ভাবী শারমিন আমার কাছে এসে ঘটনা জানালে আমি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি।
পরে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালের মর্গে পাঠান।
আরসি-০৩