সিলেট হোমিও হলের স্বত্ত্বাধিকারী সমীরণ আর নেই

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৪, ২০২২
০২:৩১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২২
০২:৩৫ পূর্বাহ্ন



সিলেট হোমিও হলের স্বত্ত্বাধিকারী সমীরণ আর নেই

সিলেট হোমিও হলের স্বত্ত্বাধিকারী সমীরন কুমার দাস আর নেই। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১ টা ২৫ মিনিটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে সমীরণ কুমার দাসের বয়স হয়েছিল ৬৩ বছর বয়স। তিনি  স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চালিবন্দর শ্মশানে উদ্যম লামাবাজার নিবাসী সমীরন কুমার দাসের শেষকৃত্য সম্পন্ন করা হয়। 

এদিকে সমীরন কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জিন্দাবাজার ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

আরসি-১১