গোলাপগঞ্জে বিদ্যালয় খোলা রাখায় জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৪, ২০২২
০৭:১৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
১২:৪৪ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বিদ্যালয় খোলা রাখায় জরিমানা

গোলাপগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয় খোলা রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার লক্ষণাবন্দ ইউনিয়নের এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়েছে।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম কবির।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

জানা যায়, আবারও করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু এই বিধিনিষেধ অমান্য করে লক্ষণাবন্দে এলবি গ্রীণফ্লাওয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমদ বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন।

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির অভিযান পরিচালনা করে এলবি গ্রীন ফ্লাওয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আরসি-০৬