থিয়েটার একদল ফিনিক্সের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৫, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন



থিয়েটার একদল ফিনিক্সের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আবুল হাসনাত স্বপনকে আহ্বায়ক ও আবুল হাসান ইমনকে সদস্যসচিব করে থিয়েটার একদল ফিনিক্সের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা  করা হয়েছে। 

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে  (সারদা হল) প্রথমে কার্যকরী ও পরে সাধারণ সভা আয়োজনের মাধ্যমে বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে স্থায়ী পরিষদ।

 কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যদের প্রস্তাবের উপর ভিত্তি করে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা  হয়।

একদল ফিনিক্সের  সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ইমনের সঞ্চালনায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন একদল ফিনিক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর আল আমিন।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হোসাইন আহমেদ, মোহাইমিন বকস অলি, হাবিবুর রহমান, মোহাম্মদ মুসা, সপ্তর্শি দেব সান।

উল্লেখ্য, বাঙালির গৌরবের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০১৮ সালের ১৪ই এপ্রিল থিয়েটার একদল ফিনিক্স প্রতিষ্ঠিত হয়। একই বছরের ১০ই ডিসেম্বর প্রথম কার্যকরী পরিষদ গঠন করা হয়। 

তিন বছর মেয়াদী প্রথম কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হলে, সাধারণ সভা আয়োজনের মাধ্যমে। সাধারণ এবং কার্যকরী সদস্যদের  উপস্থিতিতে নতুন আহ্ববায়ক কমিটির অনুমোদন প্রদান করেন স্থায়ী পরিষদ। কয়েক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে বলে জানান দায়িত্বশীলরা।

আরসি-১০