বারী গোলমরিচ-১ আধুনিক উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৫, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন



বারী গোলমরিচ-১ আধুনিক উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে বারী গোল মরিচ-১ আধুনিক উৎপাদন কলাকৈৗশল শীর্ষক কৃষক প্রণিক্ষণ অনুষ্ঠিত।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের আয়োজনে এবং বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদার প্রকল্পের অর্থায়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. দেবশীষ সরকারের সভাপতিত্বে ও সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্মগেইট ঢাকার নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএআরসির পরিচালক ড. আব্দুস সালাম, সিএসও পরিচালক ড. কবির উদ্দিন, সিএসও পরিচালক গাজিপুরের ড. মুহাম্মদ সহিদুজ্জামান, সিএসও ড. মো. হায়দার হোসেন, পিএসও মো. মাহমুদুল ইসলাম নজরুল, সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান ড. শাহ লুৎফুর রহমান, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসাইন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খাঁন, সদস্য নাজমুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষনার্থীসহ প্রশিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, জৈন্তাপুর উপজেলার একমাত্র সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রচেষ্টার জৈন্তিয়া গোল মরিচকে গবেষনার মাধ্যমে আরও উন্নত করে বারি গোলমরিচ-১ রুপান্তর করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বারি গোলমরিচ-১ এর চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। আজকের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে এই অঞ্চলের অর্থকারী মসলা ফসলের বিপ্লব ঘটবে।

আরকেএস/আরসি-১২