গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন-বাসদ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৫, ২০২২
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
০২:১২ পূর্বাহ্ন



গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন-বাসদ

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই চক্রান্ত রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ বলেছেন, ‘গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’  

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সিলেট জেলা বাসদের উদ্যোগে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক ময়না নায়েক, চালক সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জুর আহমেদ, কোরবান আলী, কাওসার আহমেদ, হারুন মিয়া, দানিশ মিয়া, সরুজ আলী, বাচ্চু মিয়া, ইউসুফ মিয়া প্রমুখ। 

বক্তারা বলেন, ‘চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠছে। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করতে চরম ভাবে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে।’

এনএইচ/আরসি-১৫