জৈন্তাপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১০

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৭:৪৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৭:৪৮ অপরাহ্ন



জৈন্তাপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১০

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীর উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০জন  আহত হয়েছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত মোটর সাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ইন্তাজ আলী গুয়াবাড়ি আদিবাসী ও হাজী বস্তিতে উঠান বৈঠকে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পাখি চশমা মার্কার হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ দশজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইন্তাজ আলীর অনুসারীরা অভিযোগ করে বলেন মোটর সাইকেল মার্কার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রাণনাশের চেষ্টায় পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালায় চশমা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালিক পাখীর ছেলে কাদিরের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী। এতে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, যুবদল নেতা সাব্বির আহমেদ, যুবদল নেতা বাবর, যুবদল নেতা মাসুক, যুবদল নেতা ইয়াজুল, যুবদল নেতা প্রতিবন্ধি রুবেল আহত । তারমধ্যে গুরুত্বর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকীরা জৈন্তাপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন । 

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হবে বলে চেয়ারম্যান পদপ্রার্থী ইন্তাজ আলীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আর কে/বি এন-০৭