অবহেলা নয়, জীবাণু সংক্রমণে প্রাণীর মৃত্যু হয়েছে

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৯:৪৯ অপরাহ্ন



অবহেলা নয়, জীবাণু সংক্রমণে প্রাণীর মৃত্যু হয়েছে
সিলেটে প্রাণীসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অবহেলায় নয়, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনােলজি (আইএলএসটি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী এ কথা বলেন। পরে সকাল ১১ টায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, যে সকল বিদেশি প্রাণী আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণু সংক্রমণও হয়।

তিনি আরও বলেন, চিড়িয়াখানায় মারা যাওয়া প্রাণীদের একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে- অবহেলায় নয়, সংক্রমণে এসব প্রাণী মারা গেছে। জেব্রার মৃত্যু জীবাণু সংক্রমণে হয়েছে। এছাড়া বিড়াল প্রজাতির প্রাণীও বিভিন্নভাবে সংক্রমিত হচ্ছে।

তিনি বলেন, সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মােহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘােষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাে. জাহাঙ্গীর আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাে. রুস্তম আলী প্রমুখ।

আরসি-০৭