গোয়াইনঘাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৬, ২০২২
০৯:৫১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২২
০৯:৫৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুপার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর ব্যবসা বাণিজ্য শেষে শনিবার রাতে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই দ্রুত ছড়িয়ে পড়ে।
উপজেলার কুপার বাজার এলাকায় ফায়ার সার্ভিসের যাতায়াতের কোন ব্যবস্থা না থাকার কারণে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাশে থাকা অন্য কাপড়ের দোকান, কসমেটিকস ও মুদি দোকানসহ ১২টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। এতে নগদ টাকা ও মালামাল পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা জানান, এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে, দোকানগুলোর কোন কিছু বের করা সম্ভব হয়নি। কোনমতে প্রাণে বেঁচেছেন তারা। মোমবাতি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা।
এদিকে, রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।
এম এম/বি এন-০৭