জেড এম শামসুলের পরিবারকে প্রেসক্লাবের ১ লাখ টাকা প্রদান

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২২
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০১:৩৮ পূর্বাহ্ন



জেড এম শামসুলের পরিবারকে প্রেসক্লাবের ১ লাখ টাকা প্রদান

সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য জেড এম শামসুলের মৃত্যুকালীন অনুদানের ১ লাখ টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার সকালে জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের মরহুমের বাড়িতে গিয়ে সিলেট ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী এই টাকা প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ও কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী।

মরহুম জেড এম শামসুলের স্ত্রী ফাতেমা বেগম, পুত্র সিফাজুল হক ও ছামিউল হকের কাছে সিলেট প্রেসক্লাব সদস্যের মৃত্যুকালীন অনুদানের ১ লাখ টাকা হস্তান্তর করা হয়। এই সময় মরহুমের ভাই দুলু মিয়াও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্লাবের কল্যাণ তহবিল থেকে জেড এম শামসুল পরিবারই প্রথম ক্লাব সদস্যের মৃত্যুকালীন অনুদানের টাকা পেলেন। পরে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুম জেড এম শামসুলের কবর জিয়ারত করেন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।

আরসি-১৫