রোগীর চাপ কমাতে ওসমানীতে নতুন ওয়ার্ড বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২২
০১:৫১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০১:৫১ পূর্বাহ্ন



রোগীর চাপ কমাতে ওসমানীতে নতুন ওয়ার্ড বাড়ানোর নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ অত্যাধিক। বিশেষ করে মহিলা ওয়ার্ডে রোগীর চাপ বেশি। অনেকে অমানবিকভাবে মাটিতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। তাই হাসপাতালের ওষুধের মজুদাগার স্থানান্তর করে আরেকটি মহিলা সার্জারি ওয়ার্ড স্থাপন করা যাবে।’

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিকে করোনা সংক্রমণ নিয়ে দেশে আপাতত নতুন করে আর কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালের সেবা ভালো না হলে রোগীরা এখানে আসতো না। বিশেষ করে মহিলা সার্জারি ওয়ার্ডে রোগীদের চাপ অনেক বেশি। তাই ওষুধের মজুদাগার স্থানান্তর করে আরেকটি মহিলা সার্জারি ওয়ার্ড করা যাবে। ফলে দুইটা মহিলা সার্জারি ওয়ার্ড হলে যে অমানবিকভাবে শীতের মধ্যে মাটিতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের নতুন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া যাবে। আমি আশা করছি বিষয়টি ভালোভাবে হবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাব স্বাস্থ্যের ডিজি বলেন, ‘দেশে ওমিক্রন রোগীর সংখ্যা বাড়ার সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ যে ৯/১০টি প্রস্তাবনা দেওয়া হয়েছিল তা এখনো রয়েছে। সেটা ব্যতীত নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। তবে করোনা এবং ওমিক্রন কমে এলে বিধিনিষেধ তুলে নেওয়া হবে।’

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এরপর তিনি হাসপাতালের চতুর্থ তলার ছয় নম্বর মহিলা সার্জারি ওয়ার্ড ও সাত নম্বর নাক-কান, গলা ওয়ার্ড ছাড়াও ওষুধ মজুদাগার পরিদর্শন করেন। এছাড়া ওসমানী হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐ পরিদর্শন করেন ও হাসপাতালের সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নব-নিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. ডিএ হাসানসহ হাসপাতালের কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৯০০ শয্যাবিশিষ্ট হলেও বর্তমানে হাসপাতালের ব্যবস্থাপনা ও কর্মচারী রয়েছে ৫০০ শয্যার। তবে গতকাল শনিবার হাসপাতালটিতে রোগী ভর্তি আছেন ১ হাজার ৬৪০ জন।

এদিকে হাসপাতালের সম্মুখভাবে ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভবন তৈরির কাজ চলছে। এছাড়া হাসপাতালের পিছনের দিকে অফিস বক্লের পাশেই ৬তলা বিশিষ্ট একটি ভবনের কাজ চলছে। বর্তমানে ভবনটিতে লিফট স্থাপনের কাজ চলছে। ভবনটি অফিস কার্যক্রম, কার্ডিওলজি, নিউরো সার্জারি ও হাসপাতালের ওষুধের স্টোররুম হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া হাসপাতালের একবারে শেষপ্রান্তে আরেকটি ৫ তলা ভবনের কাজ চলছে। এ ভবনটি অডিটরিয়াম, ক্যান্টিনসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হবে।’

হাসপাতালের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ সিলেট মিররকে বলেন, ‘ডিজি অতি দ্রুত হাসপাতালের স্টোর রুম খালি করে তাতে মহিলা সার্জারি ওয়ার্ড স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি দুই সপ্তাহের মধ্যেই স্টোর রুমে সার্জারি ওয়ার্ডের কার্যক্রম শুরু করা যাবে।’

এনএইচ/আরসি-১৬