কোম্পানীগঞ্জে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২২
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০২:০১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সভা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং'র সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সায়েন্টিফিক প্রিন্সিপাল ড. মোহাম্মদ আহসান হাবীব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, প্রিন্সিপাল সায়েন্টিফিক সুজিত কুমার বণিক, জুনিয়র টেকনিশিয়ান আব্দুল হামিদ, ল্যাব এটেনডেন্ট শামীম খান, সিনিয়র সায়েন্টিফিক অফিসার সাগিরুল ইসলাম, জুনিয়র টেকনিশিয়ান আহম্মদ হোসেন, সিনিয়র সায়েন্টিফিক শফিউল ইসলাম মোল্লা জামাল, জুনিয়র টেকনিশিয়ান জাহাঙ্গীর আলম, সাংবাদিক কবির আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন প্রযুক্তি শিখানো হয়। এর বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য অনুরোধ করেন অতিথিরা।

কেএ/আরসি-১৭