গোলাপগঞ্জ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৩:১৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান।

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন । রবিবার সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান স্বাক্ষরিত চিঠিতে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

লুৎফুর রহমান ২০০৪ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০২১ সালের জুন মাসে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি-১ হিসেবে মনোনীত হন । এছাড়াও তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ।

উল্লেখ্য, গত ২৯  জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মারা যান। তিনি মারা যাওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হয় ।

এফএম/আরসি-২১