জাফলং সংগ্রাম পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

গোয়াইনঘাট প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৪:৩২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন



জাফলং সংগ্রাম পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
সভাপতি সানী, সম্পাদক সেলিম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের সংগ্রাম পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। 

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে জাফলং ভিউ মার্কেটের সংগঠনের কার্যালয়ে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিতে বর্তমান সভাপতি সানী আহমেদকে সভাপতি ও মো. সেলিম আহমদকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ সভাপতি নাহিদুল হক জুয়েল, সহসভাপতি জিল্লুর রহমান শিকদার, আরিফুজ্জামান আবির, শাহআলম। 

যুগ্ন সাধারণ সম্পাদক পদে কাওসার আহমেদ, বাছির উদ্দিন, কামাল আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে হাসান আহমেদ, কোষাধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. ইয়াকুব, প্রচার সম্পাদক শামীম আহমেদ, সহ-প্রচার সম্পাদক ইউসুফ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাদক কোরবান আলী, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মানিক হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহজাহান ও কার্যকরী সদস্য পদে আবুল কালাম, মরম আলী, আলম বখ্ত, রুবেল আহমেদ ও ইমরান আহমেদকে নির্বাচিত করা হয়।

এমএম-০১/এএফ-০৭