সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন
-ফাইল ছবি
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে সিলেট বিভাগের ৮টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সপ্তম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হতে যাচ্ছে। শেষ ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সিলেট ও সুনামগঞ্জের ৮টি ইউনিয়ন। সেগুলো হচ্ছে- সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়ন।
এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে সিলেটভিউ'র নিজস্ব প্রতিবেদক এম.এ রাজ্জাক জানিয়েছেন, উপজেলার ৭ ইউনিয়নে সোমবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন অফিসের বরাত দিয়ে তিনি জানান, এ উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৪২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১২৭জন এবং নারী ভোটার ৭০ হাজার ৪৫৮ জন। ইউনিয়নগুলোর মোট ৭১টি কেন্দ্রে এক সঙ্গে ভোট গ্রহণ চলছে। নির্বাচনীনে ৪ জন রির্টানিং ৭১ জন প্রিসাইডিং এবং ৮১০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৩ জন এবং নারী সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেছেন, ইউপি নির্বাচনে ৭ ইউপিতে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, পুলিশের ৪টি স্ট্রাইকিং ফোর্স,পুলিশ ফোর্স, র্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনী মাঠে মোতায়েন রয়েছে।
সিলেট জেলার উপজেলা প্রতিনিধি মো. হানিফ জানিয়েছেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু করার লক্ষ্যে রবিবার বিকেলে মধ্যেই উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ হতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপার আজ সোমবার সকালে পৌঁছানো হয়।
নিজপাট ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম কেন্দ্রগুলো পরির্দশন করেছে। এছাড়াও রবিবার বিকাল থেকে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। ভোটের দিন পুলিশের পাশাপাশি বিজিবি'র স্পেশাল ফোর্স প্রস্তত রাখা হয়েছে।
উপজেলার নিজপাট ইউনিয়নের নির্বাচনে সর্বমোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।
৯টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২১ হাজার ৬ শত ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করবে। তারমধ্যে ১২ হাজার ৩ শত ৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬ শত ৩৬ জন মহিলা।
আরসি-০১