বিভাগের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৯:৪৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৯:৪৫ অপরাহ্ন



বিভাগের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

সারাদেশের ন্যায় ৭ম দফায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একটি ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গণনা। ভোটগ্রহণের সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেছেন, ইউপি নির্বাচনে ৭ ইউপিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এখানে ৩ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট, ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, পুলিশের ৪টি স্ট্রাইকিং ফোর্স,পুলিশ ফোর্স, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনী মাঠে মোতায়েন রয়েছে। এখানে উৎকন্ঠার কোন কারণ নেই।

বি এন-০৭