সিলেটের বিভিন্ন স্থানে দুইদিন বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৮, ২০২২
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২২
১২:৪৯ পূর্বাহ্ন



সিলেটের বিভিন্ন স্থানে দুইদিন বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সিলেট নগরের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা করে দুইদিন বিদ্যুৎ থাকবে না। আজ সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিউবো সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ ফিডারের জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য আগামী ৮ ও ১০ ফেব্রুয়ারি নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এর মধ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহানগরীর মেন্দিবাগ, নোওয়াগাও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট নগরের মেন্দিবাগ পয়েন্ট, চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, ওসমানী যাদুঘর, জেলখানা, বঙ্গবীর, পৌরমার্কেট, হাফিজ কমপ্লেক্স ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই দুই দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।

বিএ-০১