গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৯, ২০২২
০৪:০১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২২
০৪:১৪ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দেবাশীষ দেব (৫৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর ড্রীমল্যান্ড পার্কের রাস্তার সামনে এ দুর্ঘটনাটি ঘটে ।
নিহত দেবাশীষ দেব হেলালপুর (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অরুণ দেবের বড় ভাই ।
পুলিশ সূত্রে জানা যায়, দেবাশীষ দেব মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়িতে আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেলালপুরের ড্রিমল্যান্ড পার্কের সামনে আসা মাত্র অপর দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এসময় তিনি মটরসাইকেল থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন । তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এস আই) ফয়জুল করিম।
এফএম/আরসি-১৩