কাউন্সিলর তৌহিদের নামে অপপ্রচার ও মন্দিরের জায়গা আত্মসাতের প্রতিবাদে সভা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৯, ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন



কাউন্সিলর তৌহিদের নামে অপপ্রচার ও মন্দিরের জায়গা আত্মসাতের প্রতিবাদে সভা

সরস্বতী পূজার শোভাযাত্রা শেষে গত ৬ ফেব্রুয়ারি রায়নগর মিতালি আবাসিক এলাকায় অবস্থিত শিব মন্দিরে প্রতিমা রাখা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদের নামে বানোয়াট অভিযোগের প্রতিবাদে   সভা করেছেন এলাকার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় রায়নগর এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শাপলাকলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী জয়ন্ত দেব রায়। 

বক্তব্য দেন, সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি দীপক রায়, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাশ, প্রধান সমন্বয়কারি মলয় তালুকদার, শ্রী শ্রী বলরাম জিওর আখড়ার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে, শ্রী শ্রী বুড়া শিববাড়ির সাধারণ সম্পাদক সৌমিত্র চৌধুরী শ্যাম, সহ-সাধারণ সম্পাদক নিখিল রায় পুজন,কবির দে, রাখাল দে, যুবলীগ নেতা বিহিত গুপ্ত চৌধুরী বাবলা। এছাড়াও বক্তব্য দেনন অ্যাডভোকেট দিলীপ কর, পার্থ বর্ধন, মহিলা নেত্রী চন্দনা আচার্য, ছড়াকার অজিত রায় ভজন, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের পলিচালক শিশির সরকার প্রমুখ।

উপস্থিত ছিলেন অমিত দে, এপোলো চৌধুরীসহ ওয়ার্ডের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা।

সভায় বক্তারা প্রতিমা রাখায় বাধা প্রদানকারীদের সমালোচনা করেন এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

উপস্থিত সবার সম্মতিতে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুষ্কৃতিকারী এবং মন্দিরের জায়গা আত্মসাৎকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত গৃহিত হয়।

এসএইচ/আরসি-০৫