জিন্দাবাজারে কাপড়ের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১০, ২০২২
০৪:২৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২২
১০:০২ পূর্বাহ্ন



জিন্দাবাজারে কাপড়ের দোকানে আগুন

সিলেট নগরের জিন্দাবাজার পয়েন্টে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌঁনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেট অফিসের নিয়ন্ত্রণ (কন্ট্রোল) কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. আল আমিন হোসেন সিলেট মিরর অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রত্যক্ষদর্শীরা শাটার লাগানো দোকানের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে আমাদের কন্ট্রোল রুমে জানান। তবে তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি। শুধু জিন্দাবাজার পয়েন্টে অবস্থিত একটি কাপড়ের দোকানে আগুন লেগেছে এ পর্যন্তই জানাতে পেরেছেন তারা।

আরসি-১৫