সিলেটের কলবাখানী এলাকা থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১০, ২০২২
০৮:৫১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২২
০৮:৫৭ অপরাহ্ন



সিলেটের কলবাখানী এলাকা থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের বিমানবন্দর এলাকা থেকে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই যুবতী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির এই তথ্য নিশ্চিত করেছেন।

আত্মহত্যা করা ওই যুবতীর নাম মোছা. মারজানা আক্তার চৌধুরী লিজা (২৮)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের মৃত বজলুল হক চৌধুরীর মেয়ে। বিমানবন্দর থানার কলবাখানী আবাসিক এলাকার ৫৪ নম্বর বাসায় তিনি থাকতেন।

এবিষয়ে খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে লিজা তার কলবাখানীস্থ ৫৪ নম্বর ভাড়া বাসার ৪র্থ তলায় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে শয়নকক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে তাকে অচেতন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনস্থলে যায়। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান বিমানবন্দর থানার এই কর্মকর্তা।

আরসি-০৪