সিলেট স্টেশন ক্লাবে ব্রিটিশ হাইকমিশনারকে সংবর্ধনা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১১, ২০২২
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২২
১২:১৫ পূর্বাহ্ন



সিলেট স্টেশন ক্লাবে ব্রিটিশ হাইকমিশনারকে সংবর্ধনা

যুক্তরাজ্যের সঙ্গে সিলেটের সুসম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, এই সম্পর্ক যুগ যুগ ধরে অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে সিলেট স্টেশন ক্লাবের উদ্যোগে সংবর্ধনার জবাবে ব্রিটিশ হাইকমিশনার এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ ও সঞ্চালনা করেন সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ হাইকমিশনারকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁকে ক্লাবের অনারারি সদস্যপদের পত্র দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী, সদস্য হারুন আল রশিদ, সুদীপ রঞ্জন সেন, কয়ছর আহমেদ, ফজলে এলাহী চৌধুরী, জুম্মা আব্বাস, তানজিনা মুমিন আহমেদ ও এ এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনার স্টেশন ক্লাবের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

আরসি-০৫