সিলেটে পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১১, ২০২২
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২২
০৭:৫৩ অপরাহ্ন



সিলেটে পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’ প্রতিপাদ্য নিয়ে এবার প্রথমবারের মতো সিলেট নগরের সোবহানীঘাটস্থ পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতাল ক্যান্সার দিবস পালন করেছে।

ক্যান্সার ইউনিটের উদ্যোগে বুধবার রাতে প্রতিষ্টানটির নিজস্ব হলরুমে 'ক্যান্সার ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা এবং ক্যান্সার জয়ী রোগীদের এক মিলন মেলার আয়োজন করা হয়।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. সায়েক আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. মো. আব্দুল হাফিজ শাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. মো.  ইসমাইল পাটওয়ারী, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী মো. সেলিম, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা আখতার এবং নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শামীম আনোয়ারুল হক।

বক্তারা বলেন; 'ক্যান্সার একটি ঘাতক ব্যাধি, যার সময়মতো চিকিৎসা প্রয়োজন। প্রতিবছর বাংলাদেশসহ সারাবিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। একইসঙ্গে বাংলাদেশে ক্যান্সারে মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে সচেতনতা ও শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করেন তারা। এজন্য স্ক্রিনিং এর উপর জোড় দিতে হবে। সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে টিউমার বোর্ড এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।'

শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মির্জা মোহাম্মদ মুরসালিন।

স্বাগত বক্তব্যে পপুলার মেডিকেল সেন্টার এর ক্যান্সার ইউনিটের মেডিসিন, রক্তরোগ এবং হেমাটোঅনকোলজি বিশেষজ্ঞ ডা. নবেন্দু চৌধুরী ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয়ের গুরুত্ব, রেফারেল সিস্টেম, ক্যান্সার ইউনিটের সুবিধা এবং চিকিৎসার ফলপ্রসূতা তুলে ধরেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদ উক্ত সচেতনতামূলক আলোচনা সভার 'ক্যান্সার ও বাংলাদেশ' শীর্ষক মূল প্রবন্ধ সহজ ভাষায় উপস্থাপন করেন যা উপস্থিত সবাইকে বাংলাদেশে ক্যান্সারের বর্তমান অবস্থা এবং সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়।

আরসি-১২