কুলাউড়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২২
০৯:২৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২২
০৯:৩১ পূর্বাহ্ন
কুলাউড়ায় আজিজুর রহমান পাপ্পু ওরফে বাবু (১৫) নামক এক স্কুলছাত্র গত ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ছেলেটির মুল বাড়ি কমলগঞ্জ উপজেলার বানুবিল গ্রামে।
থানায় দায়েরকৃত ডায়রি থেকে জানা যায়, গত ২২ জানুয়ারি কুলাউড়া শহরের আলালপুর গ্রামের আজিজুর রহমান বেলালের বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় ওই স্কুল ছাত্র। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিলো কালো চেকের শার্ট ও কালো জিন্স প্যান্ট। ছেলেটির সন্ধান পেলে ০১৭১২৩২৬২৩৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, ছেলেটিকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জে এইচ/বি এন-০৮