নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২২
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০২:২৪ পূর্বাহ্ন
আন্দোলনের মুখে টানা ২৬ দিন পর কঠোর নিরাপত্তা জোরদারের মাধ্যমে বাসভবনের বাইরে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে করতে প্রকাশ্য আসেন উপাচার্য। এর আগে এই ভবনে ঢুকেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৈঠক শেষে একই নিরাপত্তায় উপাচার্যের অফিস ত্যাগ করেন বাস ভবনে ফিরে যান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এখানে সভায় বসেছেন শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে। আমরা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আমাদের কাছে উপস্থাপন করেছে। ইতিমধ্যে তাদের কয়েকটি দাবি পূরণও হয়েছে। আমরা তাদেরকে বলেছি আস্তে আস্তে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে।
উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলে, শিক্ষার্থীরা কেন উপাচার্যের অপসারন চাই তা আমরা শুনেছি। আমরা তাদের কথাগুলো বিশ্ববিদ্যালয় আচার্য্যের কাছে পৌঁছে দিব। তিনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেন এবং অপসারণ করেন সেহেতু তিনি তাদের দাবিটি নিয়ে সিদ্ধান্ত নিবেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। রাতে সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাবে নাকি স্থগিত করবে সে বিষয়ে জানাবেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে, ভিসির পদত্যাগ ও তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার, একাউন্ট চালু করা, সজল কুন্ডু ভাইয়ের এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও ৯ম গ্রেডের চাকরী নিশ্চিতকরণ, জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন ম্যামকে এমিরেটাস প্রফেসরের সম্মাননা প্রদান, সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি।
এনএইচ/আরসি-১৬