গোলাপগঞ্জে অ্যাডভোকেট ইকবাল স্মরণে শোকসভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১২, ২০২২
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০২:০০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে অ্যাডভোকেট ইকবাল স্মরণে শোকসভা

সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ, মুক্তিযুদ্ধের সংগঠক গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল চৌধুরীর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ ফ্রেব্রুয়ারি) রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নে শেখ রাসেল সমাজ কল্যাণ সংস্থা বৃহত্তর পুরকায়স্থ বাজার আয়োজিত এ শোকসভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মুরব্বি নাজমুল হক রসুর সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্যমনজুর সাফি চৌধুরী এলিম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আবদুল কুদ্দুস, সামছু উদ্দীন, আক্তার হোসেন রিপন, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, পুরকায়স্থ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সুমন, যুবলীগ নেতা রাজু আহমদ, ইউপি সদস্য আব্দুল মালিক, এসএম সুমুন, রোশন আহমদ, প্রবাসী কবির আহমদ, প্রবাসী আব্দুস সামাদ, জমাদ আহমদ, বিশিষ্ট মুরব্বি ফজলু মিয়া, মাসুক আহমদ, আব্দর রহিম, ছুনু মিয়া, যুবলীগ নেতা মাহবুবুর রহমান রাজু, ছাত্রনেতা আব্দুস সামাদ, সাব্বির মুরাদ, মাসুদ আহমদ, সমাজসেবক শরফ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি শওকত আলী, সেলিম আহমদ, ফজলু মিয়া, লক্ষিপাশা ইউপি যুবলীগ নেতা কাইরুল হক, সুমন আহমদ প্রমুখ।

পরে ইকবাল চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান।

এফএম/আরসি-২০