নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২২
০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০৬:০৫ পূর্বাহ্ন
সিলেট নগরের বিভিন্ন এলাকা আগামীকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যুৎহীন থাকবে টানা ৯ ঘণ্টা। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য গ্রিডের আওতাভুক্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকরসহ সংলগ্ন এলাকাসমূহ।
এছাড়া, ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতায় টিবি হাসপাতাল, মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড়সহ পার্শ্ববর্তী এলাকাসমূহ।
অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন সিলেট নগরের আম্বরখানা, জালালাবাদ, বনকলাপারা, খাসদবির, মিরবক্সটুলা, বড়বাজার, হাজারীবাগ, জিন্দাবাজার, বন্দরবাজার, তাঁতিপাড়া, কাজী ইলিয়াস, মজুমদারী, হাউজিং এস্টেট, সৈয়দ মুগনি, ফাজিল চিশ্ত, নূরানী, শাহ রুমি মাজার, পায়রা, লোহারপাড়া, কাজিটুলা, শাহী ঈদগাহ, হাওয়াপাড়া, দরগাহগেট লাক্কতুড়া, মালনীছড়া, বড়শালা, মংলিরপাড়, বাইশটিলা, কেওয়াছড়া, হিলুয়াছড়া, ধোপাগুল, লিলাপড়া, মহালদিক, লালবাগ, সালুটিকর, সালিয়া, রঙ্গিটিলা, দাপনাটিলা, পীরেরগাঁও প্রভৃতি এলাকাসমূহে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরসি-২২