নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২২
১২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০১:২৭ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন আপাতত প্রত্যাহার ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আন্দোলন আপাতত স্থগিতের বিষয়টি জানান আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আমাদের সব দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তাদের প্রতি পূর্নআস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম। আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম। আমরা আগামীকাল (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ক্লাস/পরীক্ষা শুরু করার আহ্ববান জানাচ্ছি।
আরসি-১৮