সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২২
০১:৫৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০১:৫৯ পূর্বাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এ আইনে গ্রেপ্তার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিলেটে অনুষ্ঠিত হবে সমাবেশ।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটে সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটি।
সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল হাছান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রবিবার বিকেল সাড়ে চারটায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া একই দিন সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ সিপিবি সিলেট জেলার অস্থায়ী কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত। উক্ত কর্মসূচিগুলোতে যথা সময়ে উপস্থিত থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারা।
আরসি-২১