নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২২
০২:১৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০২:১৯ পূর্বাহ্ন
ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চেম্বার কনফারেন্স হলে ভ্যাট সংক্রান্ত বিষয়ে সিলেটের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ভ্যাট আদায়ের জন্য ব্যবসায়ীদের প্রতি ভ্যাট কর্মকর্তাদের বিরূপ ব্যবহারের কথা তুলে ধরে বলেন, ‘সিলেটের ব্যবসায়ীরা সরকারের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু ভ্যাট কর্মকর্তরা ব্যবসায়ীদের সঙ্গে প্রায়ই অশালীন ব্যবহার করে থাকেন। যা কখনই কাম্য নয়। ভ্যাট কর্মকর্তারা অহেতুক ব্যবসায়ীদের খাতাপত্র জব্দ করেন, ইচ্ছামাফিক ব্যবসায়ীদের উপর ভ্যাট আরোপ করেন এবং জরিমানা করে থাকেন। কিন্তু ভ্যাট মূলত পরোক্ষ কর, যা ক্রেতাসাধারণের নিকট থেকে সংগ্রহ করে ব্যবসায়ীরা সরকারের কোষাগারে জমা করেন।
তারা আরও বলেন, ‘চলমান করোনা পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে, যা অনুধাবন করা এবং বিবেচনা করা সরকারের নৈতিক দায়িত্ব। ব্যবসায়ীরা ভ্যাট কর্মকর্তাগণ কর্তৃক হয়রানি বন্ধে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।’
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ‘ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। ব্যবসায়ীদেরকে হয়রানি করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা কখনই সম্ভব নয়। ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি না করে ভ্যাটের পরিধি বৃদ্ধির জন্য সিলেট চেম্বার সবসময় দাবি জানিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘ভ্যাট সংক্রান্ত অনেক আইন স্পষ্ট নয়, যার ফলে অনেক অসাধু ভ্যাট কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে হয়রানির সুযোগ পান। এ সময় তিনি ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের যেন কোনভাবেই হয়রানি এবং অসম্মান না করা হয় সেব্যাপারে ভ্যাট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের সমস্যাসমূহ নিয়ে অচিরেই কাস্টম্স এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, মো. আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন, শান্ত দেব, মো. নুরুজ্জামান সিদ্দিকী, কামাল উদ্দিন খান বেলাল, মুনিম মল্লিক মুন্না, মো. আব্দুর রহমান দুদু, সিলেটের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
আরসি-২৩