ভালবাসা দিবসে আসছে সুকান্তর 'তুমি আছো আমি আছি'

বিনোদন ডেস্ক


ফেব্রুয়ারি ১২, ২০২২
০৬:৫৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০৬:৫৮ অপরাহ্ন



ভালবাসা দিবসে আসছে সুকান্তর 'তুমি আছো আমি আছি'

বিশ্ব ভালবাসা দিবসে প্রকাশিত হচ্ছে আবৃত্তিশিল্পী সুকান্তর দশম একক আবৃত্তি অ্যালবাম।

আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) 'তুমি আছো, আমি আছি' শিরোনামের এই অ্যালবামটি মুক্তি পাচ্ছে।

মনফড়িং প্রোডাকশন এর প্রযোজনায় তার এই আবৃত্তি অ্যালবামটিতে ঠাঁই পেয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশসহ সমসাময়িক কবির কবিতা। অ্যালবামটিতে আবহসংগীত করেছেন আবৃত্তিশিল্পী সারওয়ার নাঈম। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রকাশিত আবৃত্তি অ্যালবামটি ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে পাওয়া যাবে।

অ্যালবামটি অভিব্যক্তি প্রকাশ করে সুকান্ত বলেন, ভালোবাসা এমন এক অনুভূতি যাকে বণর্না করার জন্য কোন বর্ণ বা ভাষার প্রয়োজন হয় না। হৃদয়কে পরিপূর্ণ, বিশুদ্ধ এবং অনন্য এক সুখে ভরে দিতে হঠাৎই আলোকচ্ছটা ছড়িয়ে জীবনে যখন কারো আগমন ঘটে, তখনই কেবল ভালোবাসার অনুভূতি বোঝা যায়। আবৃত্তির অ্যালবামটিতে থাকছে এমন সব বিষয় নিয়ে একগুচ্ছ কবিতা।

সুকান্ত গুপ্ত বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তিশিল্পী। আবৃত্তিকে গণমানুষের কাছে পৌঁছে দিতে সুকান্ত কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবেও নিয়োজিত আছেন তিনি।

আরসি-০৯