নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৫:২৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৯:৪৭ অপরাহ্ন
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৮০। শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারের পাসের হার দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত বছর করোনার কারণে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন।
১৯৯৯ সালে সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তিতে এবার নতুন রেকর্ড হয়েছে। এবার বোর্ডের অধীনে ৪ হাজার ৭৩১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৪ হাজার ২৪২।
আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সভাকক্ষে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের সচিব কবীর আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সিলেট বোর্ডের অধীনে ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৮০। এবার পরীক্ষার্থীরা ঐচ্ছিক বিষয়ে পরীক্ষায় অংশ নেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।
এই পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬। এই পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
আরসি-১১