শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৬:৫৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৬:৫৭ অপরাহ্ন
অনিবার্য কারণে গত ১৬ জানুয়ারি অনির্দিষ্ট কালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে দীর্ঘ ২৮ দিন পর আজ খোলার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, সকালে নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন উপাচার্য। আজকে সন্ধ্যায় জরুরী সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে। হয়তো বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজকে সিদ্ধান্ত হবে, মিটিং শেষ হলে বিষয়টি জানা যাবে
এদিকে শনিবার রাতে সম্মেলন করে শাবিপ্রবিতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবী মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম। পরে রবিবার থেকে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান শিক্ষার্থীরা।
এইচ এন/বি এন-০৩