শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২
০২:০২ পূর্বাহ্ন
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের কারণে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে খুলছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অনলাইনে ক্লাস।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপাচার্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন হল খুলে দেওয়া ও অনলাইন ক্লাশ শুরুর সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভার সিন্ধান্ত মোতাবেক আগামীকাল ১৪ ফেব্রুয়ারি থেকে সকল হল সমূহ খুলে দেওয়া হবে। পরেরদিন ১৫ ফেব্রুয়ারী সকল বিভাগে অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে। সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারী থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
এইচএন/আরসি-২২