সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৪, ২০২২
০১:৩০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২
০১:৩০ অপরাহ্ন



সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও প্রবাসী ফোরাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সাতগাঁও বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের বিপরীতে  আব্দুল আহাদ কমিউনিটি সেন্টারে পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংগঠনের প্রধান উপদেষ্টা  আলহাজ্ব মো. ছায়েদ আলীর সভাপতিত্বে ও মো. খালেদ বিন ওয়ালিদ এর সঞ্চালনায়  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূনবীর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, আবু মিয়া, আব্দুল আহাদ, আব্দুর রউফ আব্রু মিয়া, জালাল উদ্দীন, মোঃ আলী মিয়া, জলিল মাহমুদ, পারভেজ আহমেদ, ইউপি সদস্য নিয়াজ ইকবাল মাসুদ, বেলাল আহমেদ, মোঃ আলী, রঞ্জন বিশ্বাস, ব্যবসায়ী বিনয় ভূষন দেব, বাহার মিয়া, ফরিদুল ইসলাম নানু,  আওয়ামী লীগ নেতা বদরুল আলম শিপলু ও  উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক  কাওসার আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ২৫০ টি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং একজন অসহায় পরিবারের শিক্ষার্থীর সারাজীবনের লেখাপড়ার দায়িত্ব নেয় সাতগাঁও প্রবাসী ফোরাম।  

এছাড়া অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য আব্দুল আহাদ হাসপাতাল নির্মাণের ভূমিকা নেন। এসময় সর্বসম্মতিক্রমে সকল অতিথিবৃন্দের সমন্বয়ে হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

জি কে/বি এন-০২