জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৮:৪৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৮:৪৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে গাড়ী পোড়ানো মামলার সহ একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা যায়, বিগত ২০২১ সালের ১৪ জুলাই ভোরে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপির চামটি গ্রামে বসত বাড়ীতে রক্ষিত একটি পিকআপ ট্রাক রাতের আঁধারে আগুন দিয়ে পোড়ানোর ঘটনা ঘটে ৷ এ ঘটনায় ঐদিন পিকআপ ট্রাকের মালিক জৈন্তাপুর থানায় মামলা দায়ের হয় যাহার নং ১২৷
অবশেষে জৈন্তাপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গাড়ী পোড়ানো মাসলা সহ একাধিক মাদক মামলার আসামী চারিকাটা ইউপির ভিত্রিখেল চামটি গ্রামের আব্দুল কালম উরফে ইজ্জত উল্লার ছেলে সুহেল আহমদ (৩১) কে সিলেটের গোলাপগঞ্জ থানার বিয়ানীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় ৷ সে গাড়ী পোড়ানো মামলা সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ আসামী আটকের কথা স্বীকার করো বলেন, আকদটক সুহেলের বিরুদ্ধে গাড়ী পোড়ানো সহ একাধিক মামলার ওয়ারোন্ট ভূক্ত আসামী৷ মাসলা দায়ের পর হতে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় অবন্থান করছিল ৷ ১৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় ৷
আর কে/বি এন-০৫