জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৮:৫০ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৮:৫০ অপরাহ্ন
৭ ফেব্রুয়ারী ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান প্রার্থী মো. ইন্তাজ আলীর শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউপির নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান প্রার্থী মো. ইন্তাজ আলী নির্বাচিত হওয়ায় সারীঘাট উত্তরপার এলাকায় শুকরিয়া সভা করেন ৷ শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী।
এছাড়া শুকরিয়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ এছাড়া উপস্থিত ছিলেন সারীঘাট উত্তরপাড় এলাকার সর্বস্তরের জনসাধারণ ৷
শুকরিয়া সভায় চেয়ারম্যান মো. ইন্তাজ আলী বলেন, আমি আপনাদের কাছে চির ঋণী, গত ৭ ফেব্রুয়ারী বিশেষ করে আমার নির্বাচনী কেন্দ্রে সারীঘাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হতে ২৩শত ভোট দিয়ে আমার বিজয় নিশ্চিত করেন৷ এজন্য আমি আপনাদের সন্তান ভাই বন্ধু হিসাবে চির ঋনী ৷ আপনাদের সকলের সার্বিক দিক নির্দেশনায় সতাতা ও নিষ্ঠার সাথে যেন আগামী পাঁচ বৎসর সফল ভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারি এই দোয়া করবেন ৷ সেই সাথে আমাকে নির্বাচিত করতে গিয়ে প্রচার প্রচারণায় প্রতিপক্ষের আক্রমনে অনেকেই অনেক শারীরিক ভাবে আহত হয়েছেন এমনকি লাঞ্চিত হয়েছেন এর জন্য আমি অনুতপ্ত ৷ আপনাদের এই ত্যাগের জন্য আপনাদের সন্তান, ভাই ও বন্ধুর বিজয়ী করেছেন মহান রাব্বুল আল আমিন ৷ তিনি সবাইকে সকল ব্যাথা বেদনা ভূলে গিয়ে ইউনিয়নের ঐক্যবদ্ধ উন্নয়নে কাজ করার আহবান করেন ৷ পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে শুকরিয়া সভা সমাপ্ত করা হয় ৷
আর কে/বি এন-০৬